কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের প্রবীন ব্যক্তিত্ব শেখ শওকত আলী (গুরু) (৮৫) আর নেই। তিনি গতকাল সকাল সাড়ে ১০টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিলাহে……………….রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী, পোতা-পুতনী, আতœীয়-স্বজন সহ অসংখ্যা গোনাগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযা নামাজ আজ বিকালে বাদ আছর হাজী তফিল উদ্দীন মাদ্রাসা চত্ত¡রে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। শেখ শওকত আলী (গুরুর) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা ও আতœার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ৫নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুলাহ, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ অন্যান্য সদস্যরা। এছাড়া সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। জানাযায় বিপুল সংখ্যক মুসলী উপস্থিত ছিলেন।