বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ পড়ো তোমার প্রভুর নামে” যিনি তোমাকে সৃষ্টি করেছেন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের বন্ধকাটি মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় মডেল মাদ্রাসার হল রুমে, মাদ্রাসার সভাপতি মাওলানা মুজিবুর রহমান, এর সভাপতিত্বে ও সিরাজিয়া পারভেজ টুটুল এর সঞ্চালনায় মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষণা করেন সম্মানিত অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সহকারী সচিব মাহবুবুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কলরোয়া কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সেনা সদস্য আকরাম হোসেন, মাওলানা বাহার উল ইসলাম, মাওলানা আবু ইছা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মফিজুর রহমান, মাওলানা ফারুক হোসেন প্রমুখ। এসময় অন্যান্যেরদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধকাটি মডেল মাদ্রাসার সিনিয়র সহ—সভাপতি মাওলানা আবজাল হোসেন, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা ফুয়াদুল ইসলাম, ইউপি সদস্য আঃ সালাম, জালাল গাজী, রুহুল আমিন, মাওলানা ফারুক হোসেন, এসময় শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী সহ গন্যমান্য ব্যক্তিরা।