কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জের বসন্তপুর কাস্টমে জব্দকৃত ১৫টি গরু ওপেন নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কাস্টম গোডাউন অফিস চত্ত্বরে নির্ধারিত সময়ে সাতক্ষীরার কাস্টমস এন্ড ভ্যাট অফিসের সুপারিনটেন্ট আব্দুল হাই, গোডাউন ইন্সপেক্টর মাহবুবুল আলম, কালিগঞ্জ জোনের কাস্টম হাউসের ইন্সপেক্টর রাকিব হোসেন, বসন্তপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মহাসিন আলী, থানার উপ-পরিদর্শক সুদেবের উপস্থিতিতে নিলামে বিক্রির কার্যক্রম শুরু হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ১০জন ব্যাক্তি নিলামে অংশ গ্রহণ করেন। প্রায় ২ঘন্টা ব্যাপি ওপেন নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ দরপত্রের মাধ্যমে ডাক শুরু করলে সর্বোচ্চ মূল্যে নিলাম ক্রয় করেন মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জমাত আলী। এ সময় তিনি ৪ লাখ ৫০ হাজার টাকায় ছোট, বড়, মাঝারি সাইজের ১৫টি গরু নিলামে ক্রয় করেন।