কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের বিভিন্ন সড়কের পাশে দাঁড়িয়ে আছে মরা গাছ। আর সে কারনে ব্যাপক ঝুঁকিপূর্ণ নিয়ে চলাচল করতে হচ্ছে। সামান্য বাতাসে গাছের ডালপালা ভেঙে যাচ্ছে। মাঝেমধ্যে পুরো গাছই রাস্তার ওপর উপড়ে পড়ছে। এতে সড়কের পাশের বাসিন্দা ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্থানীয়রা জানান, কিছু অসাধু ব্যক্তি রাস্তার পাশের গাছের ডালপালা কেটে নেন। এতে করে গাছগুলো ধীরে ধীরে মারা যায়। সেই সঙ্গে গাছগুলো গোড়ার দিকে আংশিক কেটে রেখে দেওয়া হয়। এক সময় সুযোগ বুঝে মরা গাছগুলো উপড়ে নেওয়া হয়। এসব গাছ দ্রুত অপসারণ করার দাবি জানিয়েছেন পথচারীরা। ঝুঁকিপূর্ণ গাছের ছবি তুলতে গেলে স্থানীয় অনেকেই চলে আসেন প্রতিনিধির ক্যামেরার সামনে, তারা বলেন, ‘এটি খুবই ব্যস্ত একটি সড়ক। মরা গাছের কারণে আতঙ্কের মধ্য দিয়ে এই সড়কে যাতায়াত করতে হয়। সামান্য বাতাসে ডালপালা ভেঙে পড়ে। কিছুদিন আগে বাজারে যাওয়ার পথে ডাল ভেঙে একজনের বাইসাইকেলের হ্যান্ডেলে পড়ে। হ্যান্ডেলটি ভেঙে যায়। ওই দিন সে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাই। কর্তৃপক্ষে কাছে দাবি, যেন দ্রুত এই গাছগুলো কেটে নেয়। না হলে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। পথচারী বলেন, গুরুত্বপূর্ণ সড়কটির বেশ কিছু গাছ অনেক দিন থেকে মরে আছে। এখন এসব গাছ ও ডালপালা যখন-তখন ভেঙে সড়কের ওপর পড়ছে। রাস্তার ধারে মরা অসংখ্য গাছ রয়েছে। গাছগুলি জরুরী কেটে নেওয়ার জন্য সড়ক বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী মহল।