বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ের কৃষক-কৃষাণীদের সমাবেশ অংশ হিসাবে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিষ্ণুপুর বাজার চত্বরে ইউনিয়ন কৃষকদের উদ্যোগে আয়োজিত সমাবেশে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক বাবলুর রহমান সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথির, বক্তব্যে রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও জাতীয় নিবার্হী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম খান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান, সদস্য সচিব আরিফুর রহমান, ছোটন, প্রমুখ। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক জি এম রফিকুল ইসলাম, সদস্য সচিব আজিজুর রহমান খান, সিনিঃ যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান, শরিফুল হালদার, আবুল হোসেন, আমিরুল ইসলাম, ইদ্রিস আলী, আহ্বায়ক মুরশিদ আলী, জিএম মারুফ বিল্লাহ, শাহাজান আলী, জাকির হোসেন, আবু হুসাইন সোহাগ, ওমর ফারুক জাফর ইকবাল বাবু প্রমুখ।