বিষ্ণুপুর কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জের বিষ্ণুপুরে সাত দিনব্যাপী সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও কালিগঞ্জের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা।
সবচেয়ে বৃহৎ পরিসরে বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রান্তিক সংঘ ও বন্ধু মহলের উদ্যোগে পৃথক ভাবে সাত দিনব্যাপী সরস্বতী পূজা ও পঞ্চমী মেলার প্রথম, দিন গতকাল সকাল ১০ টায় সরস্বতী পূজা, সাড়ে ১০ টায় অঞ্জলী, দুপুর সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সাড়ে ৭টায় সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী। অপরদিকে বন্ধুমহল’র আয়োজনে সকাল ৭ টায় সরস্বতী পূজা, ৯ টায় অঞ্জলী, সাড়ে ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রসাদ বিতরণ, সাড়ে ৭টায় সন্ধ্যা আরতী ও প্রতিমা প্রদর্শনী।
পঞ্চমী মেলা উপলক্ষে পৃথক পৃথক ভাবে যাত্রা, নাটক, বাউল গান, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। আগামী ২১ ফেব্রুয়ারি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা।
এদিকে প্রান্তিক সংঘ এবং বন্ধু মহলের সভাপতি সাধারণ সম্পাদক বলেন সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা কে ঘিরে প্রতিবছরের ন্যায় এখানে ব্যাপক আয়োজন করা হয়। এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে সরস্বতী পূজার পঞ্চমী মেলা সম্পূর্ণ করে থাকি।