কালিগঞ্জ প্রতিনিধি॥ কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক, শিক্ষক সমিতি (পিটিএ) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নে, ম্যানেজিং কমিটিকে সার্বিক সহযোগিতা করার লক্ষে নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক (ইরেজি) আব্দুল্লাহ আল-মামুনের সঞ্চালনয় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। গুরুত্বপূর্ণ সভায় বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক তহবিল গঠনসহ ষান্মাসিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পিটিএ কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান, অভিভাবক সদস্য শংকর সাহা, শাহানারা পারভীন, মিনারা পারভীন, শাহানারা খাতুন, আনজুয়ারা খাতুন, নিমাই সরকার, ফিরোজ খান, শিক্ষক প্রতিনিধি শংকরী ঘোষ, আব্দুর রহমান ও হযরত আলী।