কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জের ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রবিবার বেলা সাড়ে ১১টায় উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ আজগর আলীর এর সার্বিক ব্যবস্থাপনায় সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে সাবেক ইউপি চেয়ারম্যান ও দাতা সদস্য শেখ এবাদুল ইসলামকে সভাপতি মনোনীত করেন। পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ অভিভাবক সদস্য মোঃ আব্দুস সামাদ, গোকুল চন্দ্র সরকার, এসএম, মোস্তাফিজুর রহমান, মোঃ আবু তাহের, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সন্ধ্যা ধর, শিক্ষক প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি স্বপ্না রানী রায়। এ সময় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।