বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলায় গতকাল বুধবার বিকাল ৫টায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ওয়াসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, শ্যামনগর উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জি.এম শফিউলাহ। অনুষ্ঠানে ১০০ জন কৃষক অংশগ্রহন করেন।