কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের বৃক্ষরোপন অভিযান ২০২৩এর ফলজ,বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের হল রুমে “গাছ লাগান পরিবেশ বাচান একটি গাছ একটি জীবন” এই পতিপাদ্যকে সামনে রেখে মথুরেশৃুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মু্িক্তযোদ্ধা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে মোঃ মাসুম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বৃক্ষরোপন অভিযান চলমান,আর তাই কালিগঞ্জ উপজেলা প্রশাসন এ বিষয়ে খুবই তৎপর।স্মার্ট বাংলাদেশ বিনিমানে বৃক্ষরোপনের ভূমিকা অত্যাবশ্যকীয়। বৃক্ষ আমাদের জীবন বাচানোর অক্সিজেন দেয়, শুধু তাই নয় পরিবেশের ভারসাম্য রক্ষায় অতুলনীয় ভূমিকা রাখে। বৃক্ষ রোপনের উপকারীতা ও প্রয়োজনীতা অপরিসীম। অনুষ্টান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দদের নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বর ঘুরে ঘুরে সব কিছু দেখান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এস এম মমতাজ হোসেন, শেখ জিন্নাত আলী,ইউপি সদস্য এস এম আবু তাহের, নুর মোহাম্মাদ বাচা মোলাহ, শেখ রহমত আলী,মোঃ মোজাফফার হোসেন, মোঃ আবু হাসান, দেবাশীষ ঘোষ, মোঃ আব্দুল জালিল, দফাদার শেখ আব্দুর রব ছট্টু,মোঃ মেহেদী হাসান, বীমুক্তিযোদ্ধাবৃন্দ ইউনিয়নের একটি টেকনিক্যঅল কলেজের প্রতিনিধি, সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি, দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি, ডি এম সি ক্লাব সহ অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফলজ,বনজ ও ঔধধি মিলে ৩৭০টি বৃক্ষ ইউনিয়নের সুফলভোগীদের মাঝে বিতারন করা হয়।