কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুকোনুজ্জামান বাপ্পি‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুত্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন ও ফেরদৌস মোড়ল, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোয়ারা খাতুন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, খানজিয়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিরাজ, উকসা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডর সোলায়মান, উপজেলা তথ্য কর্মকর্তা (তথ্য আপা) মিরানা আক্তার প্রমুখ। সভায় ভারত থেকে অবৈধ পথে আসা গলাদ চিংড়ির রেন্যু পোনা ও এলাকায় চুরি প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।