কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গনপতি গ্রামের মুজিব রুবি মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় প্রতিষ্টানের হল রুমে নির্ধারিত সময়ে বিধিমোতাবেক ডিজি প্রতিনিধী শ্যামনগর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান,ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার ফেরদাউসী বেগম রুবি, বিদ্যাউৎসায়ী প্রতিনিধি ও জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজাল,ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকি বিল্লাহ্, সহ বোর্ডেও সকল প্রতিনিধিদের সমন্ময়ে নিয়োগ বোর্ড গঠিত হয়। ১০জন পরীক্ষার্থীর মধ্যে ৪জন পরীক্ষার্থী উপস্থিত হন। পরীক্ষা শেষে সর্বোচ্চ নাম্বার পেয়ে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক এস এম সাইফুল্ল্যাহ্ উত্তীর্ণ হন।