কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের সেকেন্দার নগর চৌমহনীর রংধনু কমিউনিটি সেন্টারের উদ্ভোধন ও আলোর পথিক ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। ১৪এপ্রিল সন্ধ্যা ৭টায় রংধনু কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে প্রতিষ্টানের চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে এবং আলোর পথিক ফাউন্ডেশনের সাধারন সম্পাদক শিক্ষক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। তিনি বলেন রংধনু যেমন ৭টা রংয়ে গুনাম্বিত রংধনু কমিউনিটি সেন্টারটি বহুমুখী সেবা নিয়ে সামনে এগিয়ে যাবে। তাদের সকল কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্টানের পরিচালক ও আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম আশিক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান। সন্মানিত অতিথি ধলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন,উপদেষ্টা এফসিএ মোঃ জাহিদুল ইসলাম,শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ, ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল আহসান,দিপালী রাণী ঘোষ, মোঃ রফিকুল ইসলাম,প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।