কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়েছে। ২ মার্চ রবিবার বেলা ১১ টায় রতনপুর বাজারে মেসার্স আলাউদ্দিন মেডিসিন কর্নারে প্রাক্তন শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ইউনিয়ন এ আই টেকনিশিয়ান মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ মাহবুবুর রহমান মুকুল। উক্ত দোকান থেকে প্রত্যেকে নয় টাকা ৫০ পয়সায় ডিম ও ৬০ টাকা লিটার প্রতি দুধ ক্রয় করেন।অনুষ্ঠানে মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমে উপস্থিত ক্রেতাগন সুলভ মূল্যে ক্রয় করে খুব সন্তুষ্ট প্রকাশ করেন। উপজেলা প্রাণিসম্পদ অফিস কর্তৃক আয়োজিত উক্ত কার্যক্রমের আয়োজক কমিটিকে উপস্থিত ক্রেতাগন সাধুবাদ জানায়। উক্ত কার্যক্রম প্রতি রমজানে যেন অব্যাহত থাকে সে বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি সহ সুশীল সমাজ যথাযথ কর্তৃপক্ষ বরাবর সুদৃষ্টি কামনা করেন।