কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুরের স্কুল শিক্ষকের বাড়ীতে দূধর্ষ চুরির ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন রতনপুর তারকনাথ বিদ্যাপিঠের শিক্ষক জি এম আতিকুর রহমান। কালিগঞ্জ মামলার এজাহার সূত্রে জানা গেছে কালিগঞ্জ কুশুুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত শেখ আব্দুল মান্নানের পুত্র শেখ সালাউদ্দীন শেখ আলাউদ্দীন সোহাগ মানান এবং মোঃ উমর খাইয়াম স্ত্রী শাবনুর নাহার (ঝুমা)। মামলার বাদী রতনপুর ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের স্কুল শিক্ষক জি এম আতিকুর রহমান জেলহাজতে থাকার সুবাদে আসামীরা আত্মীয় হওয়ায় কৌশলে বাড়ি থেকে তিনটি ব্যাংকের চেক বই, ইন্সুরেন্সের ৫টি মূল দলিল, জমির দলিল দুইটা, একটি পালসার মটর সাইকেল, নগত তিন লক্ষ ৪৯ হাজার টাকা ৬ ভরি ১০ আনা সোনার অলঙ্কার, সিঙ্গার মাইক্রো ওভেন একটি, এছাড়া অন্যান্য জিনিস পত্র বাড়ি থেকে চুরি করে নিয়ে যায়। কালিগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে আসামী শেখ সালাউদ্দীন সোনা বাবুকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।