কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বার্ধিত সভা অনুষ্টিত হয়েছে। উপজেলার প্রান কেন্দ্রে অবস্থিতঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারের অবস্থিত মথুরেশপুর ইউনিয়ন আ“লীগের অফিস কক্ষে গতকাল সন্ধ্যায় ইউনিয়ন সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমান শাহিন ও আ“লীগ নেতা মোঃ মনিরুজ্জামান মুন্নার যৌথসঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নৌকার মনোনিত প্রার্থী ও শ্যামনগর আ“লীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন। তিনি বলেন. দেশরত্ন প্রধান মন্ত্রি শেখ হাসিনার হাতকে আর ও বেশী শক্তি শালী করার লক্ষে আমাদেরকে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত আ“লীগের সকল নেতাকর্মিকে রাজপথে থেকে রাজপথ মোকাবেলা করতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা বিকল্প নেই। নির্বাচনে নৌকাকে বিজয়ীকরা আমাদের প্রধান কাজ। সাথে সাথে আপনাদেরকে রাজ পথে থেকে সকল প্রতিকূল পরিবেশকে রুখে প্রধান মন্ত্রি শেখ হাসিনার মনোনিত নৌকার প্রার্থী বিজয়ী করে দেশের উন্নয়ন অব্যাহত রাখার আহব্বান জানান। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ“লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, উপজেলা আ“লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, উপজেলা আ“লীগের সাধারন সম্পাদক এনামুল হোসেন ছোট,কালিগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান নাজমুল আহসান এড. শেখ মোজাহার হোসেন কান্টু,্উপজেলা আ“লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন,জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল,মহিলা ভাইচ চেয়ারম্যান দ্বিপালী রানী ঘোষ,ধলবাড়ীয়া ইউনিয়ন আ“লীগের সভাপতি স্বজল কুমার মুখার্জী,সাংগাঠনিক সম্পাদক এড. হাবিব ফেরদৌস শিমুল ,আ“লীগ নেতা শেখ শিরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা জমাত আলী,মথুরেশপুর শ্রমিকলীগের সভাপতি শেখ মিয়ারাজ আলী, কুশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী কাউফিল ওরা সজল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন নাহার জেবু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক জাতীয় শ্রমিক লীগের কালিগঞ্জ এর সভাপতি শেখ শাহজালাল,সভায় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া আওয়ামী লীগেরসভাপতি জিএম আতিয়ার রহমান নলতা সভাপতি আনিসুজ্জামান খোকন,তারালী সাধারণ সম্পাদক এশাহানুল কবির, ভাড়াসিমলা সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা আলিম আল রাজী টোকন ও মৌতলা সভাপতি দুলাল চন্দ্র ঘোষ সহ উপজেলা আ“লীগ ও বিভিন্ন ইউনিয়ন আ“লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেত্রিবৃন্দ উপস্থিত ছিলেন।