কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের অবসর প্রাপ্ত আনসার ভি,ডি,পি সদস্য মীর সোহারাফ আলী আর নেই। ইন্নালি—রাজেউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫বছর।মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে গতকাল বিকাল ৪টা ৪৫মিনিটে স্ট্রোক জনিত কারনে তিনি মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী এক পুত্র,২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ জোহর নামাজ বাদ জানাযা শেষে কালিগঞ্জ সরকারী কবর ¯’ানে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে পাবিবারে মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুশলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ,ইউপি সদস্য আবু মুছা সরদ্দার,শেখ খাইরুল আলম,ইউপি সদস্যা আকলিমা খাতুন মিতা,সাংবাদিক শেখ আনোয়ার হোসেন প্রমুুখ।