কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জের বসন্তপুর সোনালী ক্লাবের উদ্যোগে সংস্কার কাজ শেষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এশার নামাজের পর উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর সোনালী ক্লাব প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে ক্লাবের সভাপতি হাফিজুর রহমান গাজীর সভাপতিত্বে ও মাস্টার মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবর রহমান, বিশিষ্ঠ সমাজসেবক শেখ আব্দুর রব, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, এহছাক আলী গাজী প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী মহলসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ আব্দুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।