কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের কুরআনের হাফেজদের সাথে নিয়ে মাহে রমজানের ইফতার করলেন সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। গতকাল প্রথম রমজানে কালিগঞ্জের বাজারগ্রাম রহিমপুর জামিয়া“ইমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসায় মুহতামিম পীরে কামেল আলহাজ্ব মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।তিনি বলেন মাহে রমজান মাসের প্রথম রমজানে কালিগঞ্জবাসীর মাঝে ছুটে এসেছি আমার নির্বাচনী প্রতিজ্ঞা পূরনের লক্ষে। পরিবার পরিজন সহ সকলকে ফেলে কুরআনের হাফেজদের সাথে নিয়ে রমজানের প্রথম ইফতার করছি আমি আপনাদের সেবা করে বাদবাকি জীবন টুকু মা,মটি,মানুষের জন্য বিলিয়ে দিতে চাই।আর এটা ছিল আমার নির্বচনী প্রচারনায় ঘোষনা। আমার দুই নয়ন থাকবে দুই উপজেলার জন্য। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ“লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল,অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম ফজলুর রহমান, আ’লীগ নেতা মোঃ শহিনুর রহমান,দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি এস এম জাকির হোসেন,কুশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ্,কালিগঞ্জ উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম,আ“লীগ নেতা শেখ মোজাহার হোসেন কান্টু, সাবেক চেয়ারম্যান কাজী মোফাফখারুল ইসলাম নিলু,শেখ ইকবাল আলম বাবলু,প্রভাষক আকরাম হোসেন,সমাজ সেবক শেখ মোস্তফা মোহাম্মাদ আলী, সহ উপজেলা আ“লীগ ও ইউনিয়ন আ“লীগের নেতৃবৃন্দ সহ শত শত আলেমেদ্বীন প্রমুখ উপ¯ি’ত ছিলেন। দোয়া পরিচালনা করেন মুহতামিম পীরে কামেল আলহাজ্ব মাওলানা অজিহুর রহমান।