কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার হিমসাগর আম বাগান পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। ১৫ মে দুপুরে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে শুইলপুর গ্রামের মোহাম্মাদ আলী গাজী ওরফে বাবু গাজীর ৫০ বিঘা জমিতে হিমসাগর আমগাছের বাগান পরিদর্শন করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এসময় তিনি বলেন, সাতক্ষীরার খ্যাতি ধরে রাখার জন্য এবারও বিষমুক্ত নিরাপদ আম বাজারজাতকরন করা হচ্ছে। সম্পূর্ন পুষ্ট, মিষ্ট এই আমের কদর রয়েছে সারা বিশ্বে। আমরা এই সুনাম আন্তরিকভাবে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, কালিগঞ্জ থানার ওসি মোঃ মামুন রহমান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভাড়াশিমড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান, ই্উপি সদস্য মোঃ আব্দুল কাদের, মকবুল হোসেন, আবুল খায়ের, মোঃ আব্দুস ছাত্তার, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন মোড়ল সহ উপজেলা আ’লীগ ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ।