বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের পল্লী থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির কঙ্কাল উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তদন্ত চলছে কোন হতভাগার কঙ্কাল এনিয়ে। থানা ও সরেজমিন সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মহিষ দাশের বাগান থেকে পল্ট্রির বর্জ্যের নিচ থেকে মধ্যবয়সি ব্যাক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১০ টায় বিষ্ণুপুর ইউপির ১ নং ওয়ার্ডের মেম্বর পিযুশ রায়ের তথ্যর ভিত্তিতে থানার তদন্ত ওসি ইদ্রিসুর আলী, নেতৃত্বে পুলিশের একটি টিম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ সরেজমিন থেকে কঙ্কালটি উদ্ধার করেন। থানার ওসি তদন্ত ইদ্রিসুর আলী বলেন উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে, মুল রহস্যের খোঁজে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।