কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে একটি মোটর পার্টসের দোকানের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃহষ্পতিবার গভীর রাতে বাসটার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের হারিছ আলীর ছেলে ও বাস টার্মিনাল এলাকার মেসার্স বিসমিলাহ অটো পার্টসের স্বত্বাধিকারী নাজমুল হোসেন ও সরোয়ার হোসেন জানান, প্রতিদিনের ন্যয় বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত একটার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে তারা বাস টার্মিনালে চলে আসেন। এ সময় তিনি দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। স্থানীয় পরিবহন শ্রমিকরা প্রথমে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সাাির্ভসের লোকজন চলে এসে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে তাদের দোকানের প্রায় কোটি টাকার মালামালসহ নগদ টাকা ও প্রয়োজনীয় গুর“ত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। যথা সময়ে ফায়ার সার্ভিসের লোকজন চলে আসায় তার দোকান পুড়ে গেলেও পার্শ্ববর্তী আবাসিক ভবন ও দোকানগুলো ক্ষতির হাত থেকে রেহাই পায়। খবর পেয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমানসহ থানার কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুঁটে আসেন। তবে দোকানের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।