সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালিগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান ৫ লাখ টাকা জরিমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে নাজিমগঞ্জ বিজিবি ক্যাম্পের পাশে অবস্থিত মেসার্স ব্রাদার্স ব্রিকস ইটভাটায় লাইসেন্সবিহীন কার্যক্রম ও পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৫ লাখ টাকা জরিমানা করেছে। রবিবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন সাতক্ষীরার এডিএম ও নির্বাহী ম্যাজিস্টে্রট প্রণয় বিশ্বাস। এসময় সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলামসহ পুলিশের একটি দল। অভিযান চলাকালে ইটভাটার মালিকপক্ষ লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। পাশাপাশি টায়ারের কালি দিয়ে ইট পোড়ানোর মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৫ লাখ টাকা জরিমানাসহ দুইজনকে আটক করে। মেসার্স ব্রাদার্স ব্রিকসের বর্তমান সাব—লিজপ্রাপ্ত আব্দুস সবুর জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় ভাটার মিল সদ্দার মামুন ও শ্রমিক মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, এই ইটভাটার বিষয়ে হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কয়লার পরিবর্তে টায়ারের কালি ব্যবহার করায় ভয়াবহ পরিবেশ দূষণ হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com