কালিগঞ্জ প্রতিনিধি॥ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে গতকাল দুপুরে বসন্তপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দিপু। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা পিকুল হোসেনের সভাপতিত্বে এবং বসন্তপুর (ভারপ্রাপ্ত) খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, চাউল মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, বসন্তপুর ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা জানান, প্রতি কেজি ধানের মূল্য ৩২ টাকা এবং প্রতি কেজি চাউলের মূল্য ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে খাদ্য গুদামে ৫৭৫ মেট্রিক টন ধান, সিদ্ধ চাউল ৭৫৩ মেট্রিক টন এবং আতপ চাউল ২৩ মেট্রিক টন ক্রয় করা হবে। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তা, মিল মালিক, কৃষক উপস্থিত ছিলেন।