কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ৮টায় উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর সমাজ কল্যাণ পরিষদ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারী ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শাখার সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। এসময় বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, বিএনপি নেতা আব্দুল গফফার, তারালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারী রবিউল ইসলামসহ সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।