কালিগঞ্জ প্রতিনিধি \ “নবীজির শিক্ষা করোনা ভিক্ষা” এই মহা মূলবান কথাকে সামনে রেখে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে কালিগঞ্জে অসহায় ব্যাক্তিদের ভ্যান ও নগদ টাকার চেক প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকতার্ অনুজা মন্ডল বিকল্প কর্মসংস্থানের জন্য ২জন অসহায় ব্যক্তিকে ভ্যান এবং একজনকে দোকানের মালামাল ক্রয়ের জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকতার্ সহিদুর রহমান, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুজ্জামানসহ সাংবাদিকবৃন্দ। এসময় সমাজসেবা কর্মকতার্ বলেন, উপজেলা এলাকার কোন ভিক্ষুক যদি ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে সম্মানজনক পেশাতে আসতে চায় তাহলে তাকে সহযোগিতা করার জন্য উপজেলা সমাজসেবা অফিসের দুয়ার সব সময় খোলা রয়েছে। মানবিক সকল কাজে সব সময় মানুষের পাশে থাকতে চাই।