কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে দুটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের ফুলতলা মোড়ে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। অভিযান চলাকালে প্রমিস মিষ্টান্ন ভান্ডার এবং সাতক্ষীরা ঘোষ ডেয়ারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার তৈরি ও পরিষ্কার—পরিচ্ছন্নতার ঘাটতির প্রমাণ পাওয়া যায়। এসময় প্রমিস মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে কারখানার প্রধান ফটকের তালা বন্ধ রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুতের দায়ে তাদের ফুলতলা মোড়ের দোকানকে ৫ হাজার টাকা এবং বিষ্ণুপুরে অবস্থিত কারখানাকে আরও ৫ হাজার টাকা—মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সাতক্ষীরা ঘোষ ডেয়ারির বিরুদ্ধে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অনুপযুক্ত থাকা, পোড়া তেল ব্যবহার এবং দইয়ে ওজনে কম দেওয়ার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।