কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটি, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজী টোকন, ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল সহ বিজিবি’র বিভিন্ন ক্যাম্পের নায়েক সুবেদার ও সুবেদারবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ,উপস্থিত ছিলেন।