কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বাবী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, নাজমুল হুদা, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক খবির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা নূর ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুলাহ, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাইম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন প্রমুখ। সভায় উপজেলা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরে একই স্থানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে সমন্বয় সভাসহ একাধিক সভা অনুষ্ঠিত হয়।