কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা‘র সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে মাসিক সভায় উপজেলা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, থানার ওসি মামুন রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, আবুল কাশেম মোহাম্মাদ আব্দুলাহ, আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, বিজিবি বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প কামান্ডারগন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।