কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জে ধান ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের পূর্ব-খড়িতলা এলাকায় এঘটনা ঘটে। নিহত যুবক পূর্ব-খড়িতলা গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে এবং শ্যামনগর সরকারি মহসীন কলেজের শিক্ষার্থী আল-ইমরান (২২)। এ সময় আহত হয় উজীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছোট ভাই আল-রায়হান (১৪)। প্রতিবেশীরা জানান, সকালে বাড়ির পাশে নিজেদের জমিতে দুই ভাই ধান ক্ষেতের ঘাস বাছার কাজ করছিল। এ সময় আকস্মিক বজ্রপাতে ইমরান ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছোট ভাই আল-রায়হানকে উদ্ধার করে শ্যামনগর-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত রায়হানের অবস্থা আশঙ্খামুক্তা হওয়ায় বাড়িতে আনা হয়েছে।