কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে পীর হযরত বুলাহ্ সৈয়দ (রঃ) এর দরগাহে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে বার্ষিক ওরছ শরীফ শেষ হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা সীমান্তবর্তী বসন্তপুরে পীরের মাজার শরীফ প্রাঙ্গণে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। মাজার শরীফ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এ বছরও তিন দিনব্যাপী ওরছের প্রথম দিন বুধবার মাজার শরীফে চাদর পেশ, বাদ এশা বিশেষ ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিলে পীর হযরত বুলাহ্ সৈয়দ (রঃ) মাজার মসজিদের ইমাম ক্বারী মাওঃ আবু মুছার সভাপতিত্বে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ভারতীয় বক্তা সাইয়েদ মাওঃ ইমতিয়াজ হুসাইন বুখারী, উপজেলা পরিষদ মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মুহাদ্দিস আকরাম হুসাইন, নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মুফতি মোঃ আশিকুর রহমান। ওরছ শরীফের শেষ দিন শুক্রবার সকাল ৯টায় মাজার শরীফ প্রাঙ্গণে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার হেড মুফাচ্ছির আলহাজ্ব ক্বারী মাওঃ আরেফ উল্লাহ। এ সময় অগণিত পীর ভক্ত আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিরা মোনাজাতে অংশ গ্রহন করেন।