কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে অসাবধানতাবসত অগ্নিকাণ্ডে গোয়াল ঘর পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামে এই দূর্ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানায়, মৃত শেখ আব্দুল মোতালেবের ছেলে ক্বারী শেখ আব্দুল করিমের গোয়াল ঘরে আগুনের সূত্রপাত ঘটে। বাড়ির মালিক আব্দুল করিম বলেন, রান্না করার পর ফেলে দেওয়া চুলার ছাইয়ের কারণে পার্শ্ববর্তী বিচলীর গাদায় প্রথমে আগুন লাগে। এরপর আগুন দ্রুত গোয়াল ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। দ্রুত গ্রামবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে গোয়াল ঘরটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত আব্দুল করিম সাংবাদিকদের জানান, আগুন লাগার কারণে তার প্রায় ৫০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।