কালিগঞ্জ ব্যুরো ॥ কালিগঞ্জে আনসার ভিডিপি কর্তৃক আয়োজিত জাতীয় বৃক্ষরোপন অভিযান অনুষ্টিত হয়েছে। শনিবার উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে প্রতিবছরের ন্যায় এবছরও ভিন্ন আঙ্গিকে জেলা আনসার ভিডিপি কর্মকর্তার দিক নির্দেশনায় কালিগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমরান খান ও শরীফা খাতুনের নেতৃত্বে বৃক্ষরোপন অনুষ্টানটি অনুষ্টিত হয়। উপজেলার ১২টি ইউনিয়ন হতে আগত মহিলা পুরুষ মিলে ৫০জন সদস্য উপস্থিত ছিলেন। প্রত্যেকের মাঝে ১০০টি বনজ গাছ তুলে দেন। উপজেলা আনসার কর্মকর্তাদ্বয় বলেন প্রতিটি গাছ এক একটা অক্সিজেন ফ্যাক্টরী এবং প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে গাছ আমাদের উপকার করে।