কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম নুর ইসলামের সহ ধর্মিনী প্রয়াত আনোয়ার বেগমের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বাদ আসর কালিগঞ্জ উপজেলা দৃষ্টিপাত পরিবারের আয়োজনে উপজেলা জামে মসজিদে মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালিগঞ্জ ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলা দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ শরিফুল ইসলাম। আলোচনা শেষে প্রয়েত আনোয়ার বেগমের রুহের মাগফেরাত কামনা সহ তার পরিবারের সম্মৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাও আকরাম হুসাইন।