কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ৩৩তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “অন্তভূক্তিমুলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তারই সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবির, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, সহকারী সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, থানার উপ—পরিদর্শক শাহাদাত হোসেন, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, শেখ আনোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন উন্নয়ন সমিতির সভাপতি ফজর আলী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার সদস্য জাফর সিদ্দিক প্রমুখ।