কালিগঞ্জ ব্যুরোঃ কালীগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও অগ্রগতি সংস্থার বাস্তবায়নে ও দি কাটার সেন্টার সহায়তায় গতকাল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী এর সভাপতিত্বের ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা তথ্য আভা মিনারা পারভীন , উত্তরণ সেন্টার ম্যানেজার আলমগীর কবির, অগ্রগতি সংস্থার প্রতিনিধি নার্গিস পারভিন সাংবাদিকবৃন্দ প্রমুখ। এর পূর্বে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।