কালিগঞ্জ ব্যুরো ॥ কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাসের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ আয়োজনে “নারীর সমাধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দীপালি ঘোষ, কালিগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ কুমার সান প্রমুখ । অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন বেসরকারি নারী উন্নয়ন সংস্থার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।