কালিগঞ্জ প্রতিনিধি ॥ “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্বগড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপনে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয় অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাহিত্যিক ও প্রাবান্ধিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম, আকরাম হোসেন, সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান, শেখ আনোয়ার হোসেন, লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব প্রমুখ। আলোচনা সভা শেষে সমাজে বিশেষ অবদান রাখায় পাঁচ জয়িতাকে শীতের চাদর, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। শ্রেষ্ট জয়িতারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী প্রিয়াংকা বিশ^াস, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জাকিয়া সুলতানা, সফল জননী নারী শরিফা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেন যে নারী তহমিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদার রেখেছে যে নারী আলেয়া খাতুন।