কালিগঞ্জ প্রতিনিধি \ “আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনে উপজেলার একমাত্র শিক্ষিত প্রতিবন্ধী সংগঠন সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা (এসএনইউ) এর বাস্তবায়নে (৭ মার্চ) শুক্রবার বেলা ১১টায় সোহরাওয়ার্দী পার্ক চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচালক ফরহাদ রেজার সভাপতিত্ব ও সংস্থার সদস্য জাফর সাদিক—এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, এম. হাফিজুর রহমান শিমুল, এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু, আলমগীর হোসেন, ফজলুল হক এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার সদস্য আছমা খাতুন, রুবিয়া খাতুন, হালিমা খাতুন, রাশিদা খাতুন প্রমুখ। বক্তারা নারীর অধিকার, ক্ষমতায়ন এবং তাদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা নারীদের প্রতি সকল প্রকার বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং নারীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রম্নতি ব্যক্ত করেন।