কালিগঞ্জ প্রতিনিধি \ “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী‘র সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এসময় তিনি নারীর অগ্রযাত্রায় শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন এবং নারীদের জন্য বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানান। তিনি আরো বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য সরকারি—বেসরকারী সহযোগিতার প্রয়োজন রয়েছে। পাশাপাশি নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। সভায় নারী উদ্যোক্তাদের সাফল্যের গল্প তুলে ধরা হয় এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কয়েকজন নারীকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, বিএনপি নেতা ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, এম হাফিজুর রহমান শিমুল, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইলাদেবী মল্লিক, নারী উদ্যোক্তা শিউলী ভঞ্জ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকতার্, নারী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী—পুরুষ উপস্থিত ছিলেন।