কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলা আ‘লীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফ হোসেন স্টোক জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিলাহি……. রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। রবিবার দিবাগত রাত ১২ উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামে নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যারা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। আশরাফ আলীর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে আশরাফ হোসেনের মৃত্যুতে উপজেলা আ’লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।