কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে থেকে উপজেলা বিএনপির আহ্বায়কের নেতৃত্বে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলামের সভাপতিত্বে ও কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম, হাফিজুর রহমান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল, যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী, সদস্য সচিব মারুফ বিল্লাহ, উপজেলা তাতী দলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা তরুণ দলের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শোকর আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।