কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলায় আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা আ’লীগ ও তার অঙ্গ ও তার সহয়োগী সংগঠনের আয়োজনে গতকাল বিকাল ৪টায় উপজেলা আ’লীগের কার্যালয় হতে র্যালী বের হয়। উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কালিগঞ্জ ব্রিজ সংলগ্ন বঙ্গ বন্ধুর ম্যুরালে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশের পূর্বে কেক কেটে আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের শুভ সূচনা করেন। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোটর সঞ্চালনায় ও উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথির ভাস্যুয়ালী বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩আসনের সংসদ সদস্য ডা: আ.ফ.ম. রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এম এম জগলুল হায়দার, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন। গনতন্ত্রের মানুষকন্যা শেখ হাসিনা। তিনি ও তার সরকার গনতন্ত্রে বিশ্বাসী। প্রধানমন্ত্রী দেশের জনগনের কল্যানে নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশ কে আজ মধ্যম আয়ের দেশে পরিনত করেছেন। দেশে আজ প্রত্যেকটি সেক্টরকে ডিজিটালাইজয়ে রুপান্তির করেছেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, দপ্তর সম্পাদক শেখ শাহিনুর রহমান, ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক,দঃশ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রতনপুর ইউনিয়ন আ’লীগের চেয়ারম্যান আলীম আল রাজী টোকন, চম্পাফুল ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান মোজ্জামেইল হক গাইন, মথুরেশপুর ইউনিয়ন আ“লীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, উপজেলা আ’লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাজেদুল হক সাজু.শেখ শিরুজজামান শিরু, উপজেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনি প্রমুখ। অনুষ্টানে উপজেলা আ’লীগের সকল নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমীক লীগ, তাঁতী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সকলের উপস্থিতিতে বাংলাদেশ আ’লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক কেক কাটা হয়।