কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি‘র ৮১তম উপ—শাখার উদ্বোধন করা হয়েছে। “সর্বদাই শরীয়াহ্” এই শ্লোগনকে সামনে রেখে রবিবার বেলা ১১টায় থানা রোডে অবস্থিত এ.আলী প্লাজার দ্বিতীয় তলায় আল—আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ—শাখার উদ্বোধন করা হয়। আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক নলতা শাখার এফ.এ.ভিপি শহিদুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড ফেরদৌস হাসান। আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক জোনাল অফিসের সিনিয়ার প্রিন্সিপাল অফিসার অহিদুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন, আল—আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার এসএভিপি ও ব্যবস্থাপক কে এম শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুল ওয়াহাব সিদ্দিকী, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, ব্যবসায়ি আলহাজ¦ শেখ রিয়াজুল ইসলাম, আলহাজ্ব গিয়াস উদ্দিন প্রমুখ। আল—আরাফাহ ইসলামী ব্যাংক কালিগঞ্জ উপ—শাখার ইনচার্জ ও প্রিন্সিপাল অফিসার আহসান হাবিবের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সকল শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।