কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে ধলবাড়িয়া ইউনিয়ন—বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী, আগামি সংসদ নির্বাচন এবং ৩১ দফা বাস্তবায়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তারেক রহমানের ৩১ দফা লিখিত নির্দেশনা উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি‘র সাবেক আহ্বায়ক আল মাহমুদ (ছোট্ট), চাম্পাফুলের আবুল কালাম আজাদ, তারালীর এনামুল হক এনাম, মথুরেশপুরের শহিদুল ইসলাম বদরু, রতনপুরের রফিকুল ইসলাম বাবু, মৌতলার আনিছুর রহমান হাবিবুল্লাহ, সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবির পলাশ এবং কুশুলিয়ার হাছান মাহমুদ প্রমুখ। এছাড়াও ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব রুহুল কুদ্দুস তরফদার, আবু মোস্তফা ইয়াছিন, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুবনেতা হাসানুর রহমান, মনিরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে বিএনপির পরিচয়ে অনেক নেতা আবির্ভূত হলেও তাদের অপতৎপরতা ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ। এখনই তাদের গতিরোধ না করলে আগামী নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে।