কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন হোসেন ও সাধারণ সম্পাদক শেখ রাকিব ইয়াছির রাসেল স্বাক্ষরিত দলীয় প্যাডে হারুন অর রশিদকে সভাপতি ও সুলাইমান হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বাপ্পি হাসান, মাফিজুল ইসলাম, শেখ মাসুদ রানা, সৈয়দ আদনান সোহান, শেখ মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান, নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল হাসান শাওন, আতিকুর রহমান, প্রচার সম্পাদক আতিকুর রহমান সম্রাট, দপ্তর সম্পাদক শেখ রমজান, সমাজসেবা সম্পাদক মাহমুদুল হাসান হৃদয়, ক্রীড়া সম্পাদক নুর আলম, সদস্য সুজয় সরকার ও মোঃ রাকিব। সংগঠনকে গতিশীল করার লক্ষে আগামি এক বছরের জন্য নবগঠিত কমিটি সকল কার্যক্রম পরিচালনা করবেন।