কালিগঞ্জ প্রতিনিধি\ আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কালিগঞ্জ উপজেলার তিন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের সাথে মতবিনিময় করেছেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ি খলিলুলাহ ঝড়ু। মঙ্গলবার উপজেলার তারালী, ভাড়াশিমলা ও চম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মেম্বরদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, সচেতন প্রগতিশীল ব্যক্তি হিসেবে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আতœমানবাতার সেবায় দুর্যোগকালে সাতক্ষীরার অবহেলিত মানুষের পাশে থেকে যতদুর সম্ভব সেবা করার চেষ্টা করেছি। আপনাদের ভালবাসায় ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারলে দূর্ণীতি ও স্বজনপ্রীতি মুক্ত জেলা পরিষদ গড়ে তুলবো। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন। এসময় সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।