কালিগঞ্জ ব্যরো ঃ কালীগঞ্জ উপজেলায় প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ইউপি সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোছাঃ হোসনে আঁরা খানম। বক্তারা ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট সকল ভাতাভোগীদের আশ্বস্ত করেন। রেশন কার্ডধারীদের তথ্য অনলাইনে যাচাই সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। দক্ষিণ শ্রীপুর ইউপি সচিব বিশ্বজিৎ মন্ডল, বিষ্ণুপুর ইউপি সচিব পলাশ হোসেন, রতনপুর ইউপি সচিব আহাদুজ্জামান প্রমূখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন দক্ষিন শ্রীপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা রাহুল রায় সহ উপজেলার ১২টি ইউনিয়নের ইউপি সচিব ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ।