কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড—এর উদ্যোগে ৪২তম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিআরডিবি‘র কনফারেন্স রুমে বার্ষিক এই সাধারণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ইউসিসিএ লিমিটেড—এর সভাপতি শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা লিটন কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা পিকুল হোসেন, থানার সেকেন্ড অফিসার জাহিদ হোসেন, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, শিক্ষক শেখ মোজাফফার হোসেন ও ইউসিসিএ লিমিটেড—এর সহ—সভাপতি রমেশ চন্দ্র বিশ্বাস। এসময় অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউসিসিএ লিমিটেড—এর সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, সাবেক সভাপতি আব্দুল হাই ও সাবেক পরিদর্শক আব্দুল ওহাব। অনুষ্ঠানে বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বিআরডিবি‘র জুনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান। অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্টসহ সমিতির বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রাখায় পুরস্কার দেওয়া হয়।